最新の動画
ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে মোহাম্মদ আলী হ'ত্যাকা'ন্ডের পুলিশের ব্রিফিং।
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন উপজেলা পরিষদের ৪র্থ তলার টয়লেট থেকে অটোরিক্সা চালক মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি। পরকিয়ার জেরে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন তিনি।
もっと見せる