סרטונים אחרונים
ময়মনসিংহের মুক্তাগাছায় বিবাহিত নারীর সঙ্গে কোটিপতি হ্যাচারী মালিকের আপত্তিকর ভিডিও ভাইরাল ঘটনা ধামাচাপা দিতে উল্টো সাংবাদিকের নামে মামলার হুমকি দিয়েছেন। উপজেলার বাঁশাটি ইউপির বাসিন্দা সাদিয়া মৎস্য হাচারির মালিক আবু বক্কর সিদ্দিক অরফে সিদ্দিক হাজী। সাংবাদিক কে ৫ লাখ টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অফার করেন সিদ্দিক। তাতে সাংবাদিক রাজি না হওয়াতে তার বিরুদ্ধে মানহানির মামলা দেওয়ার হুমকি দিয়েছেন আবু বক্কর সিদ্দিক।
