סרטונים אחרונים

হাসিনুজ্জামান মিন্টু,,
9,869 צפיות · לִפנֵי 2 ימים

⁣রানীশংকৈলে প্রাইভেট কার সরাসরি ফলমুলের দোকানের ভিতরে।


হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার চৌরাস্তা শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। দোকানের মালিক মিলন ও স্থানীয় সূত্রে জানা যায়। ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।

হাসিনুজ্জামান মিন্টু,,
5,447 צפיות · לִפנֵי 2 ימים

রানীশংকৈল সরাসরি প্রাইভেটকার ফলমূলের দোকানে ভিতরে।


⁣হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার মেইন শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। সেই ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।

হাসিনুজ্জামান মিন্টু,,
4,337 צפיות · לִפנֵי 4 ימים

⁣ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে প্রশাসনের উদ্যোগে গ্রাম্য পুলিশের মাঝে সাইকেল বিতরণ।

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থয়ানে ৮ টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশকে সাইকেল, পোশাক এবং ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি তুলে দেন।

এ সময় উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৮০ জনের মধ্যে আমরা ৭৫ জনকে নতুন সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং এর মধ্যে ৫ জন গ্রাম পুলিশ
নতুন করে যোগদান করেছে। তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় বলেন, সরকারের দেওয়া সাইকের পেয়ে আমরা অনেক আনন্দিত এখন সাইকেলের মাধ্যমে আমরা যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান যে বাজারের প্রস্তুতি বিবেচনায় যা বেতন পায় তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। সন্তানের পড়াশোনা চালাতে কষ্ট হয়ে যায়।

হাসিনুজ্জামান মিন্টু,,
12 צפיות · לִפנֵי 5 ימים

⁣রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার-বীজ ও গাছের চারা বিতরণ।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।

হাসিনুজ্জামান মিন্টু,,
11 צפיות · לִפנֵי 14 ימים

⁣ঠাকুরগাঁও রানীশংকৈল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। রিপোর্টটি লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।


এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

হাসিনুজ্জামান মিন্টু,,
7 צפיות · לִפנֵי 14 ימים

⁣ঠাকুরগাঁও পীরগঞ্জে টয়লেট পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার।

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) দুপুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিমু (২২) উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রিমুর বাবা ইকরামুল হক জানান, ৭ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে জানতে চাইলে সে নানা কথা বলতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেলওয়ার রিমুকে হত্যার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির টয়লেট থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (ওসি) জানান, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।

হাসিনুজ্জামান মিন্টু,,
11 צפיות · לִפנֵי 17 ימים

⁣রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে ,বুনিয়াডাঙ্গী ব্রিজে গোসল করতে এসে বালিয়াডাঙ্গির একটা ছেলে জল ডুবে হয়ে মারা গেলেন।
মৃত ছেলেটির বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নে।

হাসিনুজ্জামান মিন্টু,,
1 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣রাণীশংকৈলে হামিদুর মুক্তিযোদ্ধা কমান্ডের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) রোববার (৮ জুন) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০টায় পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

হাসিনুজ্জামান মিন্টু,,
13 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে জেলার হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আজ সকালে হরিপুর উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার মোড়ে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম ঐ এলাকার ওয়াইজুল হক টুনু মাস্টারের ছেলে।

হাসিনুজ্জামান মিন্টু,,
987 צפיות · לִפנֵי 1 חוֹדֶשׁ

⁣রানীশংকৈলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত।

রানীশংকৈল প্রতিনিধিঃ

হাসিনুজ্জামান মিন্টু,,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার আয়োজনে


বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকালে ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলী’র সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান, নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহ্বায়ক, শরিফ উদ্দীন মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, গোলাম রসুল, হামিদুর রহমান, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাসির আল মিঠু, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, যুবদল সদস্য, মোমিন, মুক্তারুল ইসলাম মুক্তার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।
এর আগে বিকাল ৪ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাসিনুজ্জামান মিন্টু,,
6 צפיות · לִפנֵי 2 חודשים

⁣রানীশংকৈল উপজেলার বিএনপি'র সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত

হাসিনুজ্জামান মিন্টু,,
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣রাণীশংকৈলে হেফাজতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল।

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে বিকাল ৪ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার আমির মাওলানা শামসুদ্দীন,সেক্রেটারি মাওলানা রাজিকুল ইসলাম,সদস্য,মাওলানা অলিউল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল,বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা পুনর্বহালসহ আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে গণহত্যা এবং নিপীড়ন বন্ধের দাবি জানান।

হাসিনুজ্জামান মিন্টু,,
23 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা বলতে গিয়ে নাইজেরিয়ান নার্সের যে ঘটনা বললেন তারেক রহমান।
----------
ভার্চুয়ালি ঠাকুরগাঁওয়ে

হাসিনুজ্জামান মিন্টু,,
30 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঠাকুরগাঁওয়ের দিনের বেলা চু রি করতে ধরা খেলেন যুবক।
রাণীশংকৈল নেকমরদের ভবানীপুর দেওয়ানী এলাকায়।জনতার হাতে আটক

হাসিনুজ্জামান মিন্টু,,
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣রাণীশংকৈল উপজেলার ভরনিয়া চেংমারি চোচপাড়া এলাকায় সেচ পাম্পের তার মেরামত করার সময় বৈদ্যুতিক শক লেগে মিষ্টার আলী (৩৮) নামে এক যুবককের মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু,,
13 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল চোর আটক, থানায় সোপর্দ।

হাসিনুজ্জামান মিন্টু,,
48 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঠাকুরগাঁওয়ের পল্লীবিদ্যুৎ সমিতির পাশে বাসায় রয়েছে মেয়েটি। পরিচয় দরকার। চিনলে জানাবেন। নাহলে শেয়ার করে সহযোগিতা করবেন।

#ঠাকুরগাঁও প্রতিদিন

হাসিনুজ্জামান মিন্টু,,
17 צפיות · לִפנֵי 3 חודשים

ঠাকুরগাঁও জেলার গুল্লি থানায়, ক্লিন মিশন এর আয়োজন করা হয়, ছাত্রদলের উদ্যোগে

হাসিনুজ্জামান মিন্টু,,
30 צפיות · לִפנֵי 3 חודשים

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের উপর থেকে মৃত মহিলা লাস উদ্ধার

হাসিনুজ্জামান মিন্টু,,
6 צפיות · לִפנֵי 3 חודשים

রানীশংকৈল হোসেনগাঁওয়ে চেয়ারম্যানকে আটক করায়,থানায় অবরোধ।

להראות יותר