Últimos vidéos

Md Rejaul Karim
3 vistas · 5 días hace

বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিষদে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনজুরুল আলম এর আমন্ত্রনে উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনজুরুল আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নেতাকর্মী মোঃ শহিদুল ইসলাম বাবলু,স্বাধীন কুমার কুন্ডু জামাতে ইসলামি র মোঃ দবিবুর রহমান, মাওলানা আঃ সাত্তার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ মাহমুদুর রহমান চুন্নু,,মোঃ আবু নোমান,ও এন সিপি নেতাকর্মী গন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম জানান, শেরপুর উপজেলা আমার না আমাদের ভাবতে হবে, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের উদার সাহায্য পেলে উপজেলার উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। ঘুষ, দুনির্তী, নেশামুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ রেজাউল করিম
শেরপুর, বগুড়া।

Md Rejaul Karim
35 vistas · 7 meses hace

বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বাঙালি নদীর উপর নির্মিত জোড়গাছা ব্রিজের নিচে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী জাফলং এর মত মিনি জাফলং পর্যটন কেন্দ্র। এখানে পানির প্রপাত দেখতে ভিড় জমাচ্ছে হাজার হাজার দর্শনার্থী।উপচে পড়া ভিড়,এযেন এক পর্যটন মেলা।

Mostrar más