Farhad Ahmad
Farhad Ahmad

Farhad Ahmad

      |      

Người đăng ký

   Những video mới nhất

Farhad Ahmad
11 Lượt xem · 8 tháng trước kia

⁣ফাইতং সড়কটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সড়কটির ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি ওজন নিয়ে প্রতিদিন ১০ চাকার ডাম্প ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করছে, যার ফলে এটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত ওজনের চাপে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে খানাখন্দ এতটাই গভীর হয়েছে যে, এখন রিকশা, ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোও চলাচল করতে পারছে না।

দুঃখজনক বিষয় হলো, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভয়াবহ অবস্থা দেখেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি দ্রুত সংস্কার কাজ শুরু করা না হয় এবং ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অচিরেই সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে এবং দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ, যাতে সড়কটি টিকে থাকে এবং এলাকাবাসীর ভোগান্তি কমে।

Farhad Ahmad
358 Lượt xem · 8 tháng trước kia

⁣'লামার ফাইতং 4BM' নামের ইট ভাটার মালিক, খাইরুল মাস্টার, বোল্ড ড্রোজার চালিয়ে নির্বিচারে পাহাড় নিধন করছেন। এই কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।

Cho xem nhiều hơn