close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Susunod

ঝালকাঠি ( নলছিটি ও ঝালকাঠি) ২ আসনে ইসলামি আন্দোলন এর এমপি প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী এর গনসংয

26 Mga view· 16/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Mga subscriber
7

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর, ২০২৫) দিনভর জেলার গোচরা বাজার, সিদ্ধকাঠি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের সমর্থন কামনা করেন।

গণসংযোগের এক পর্যায়ে, সিদ্ধকাঠি ইউনিয়নে প্রচারণার সময় একদল যুবক আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজীর হাত ধরে ইসলামি আন্দোলনে যোগদান করেন। এ সময় তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা সৃষ্টি করলে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।"

এছাড়াও, ডাঃ সিরাজী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইসলামি আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার শান্তি ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলনের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod