প্রিয় পাঠক,
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
বাংলাদেশের গণমাধ্যম জগতে নতুন এক প্রতিশ্রুতি নিয়ে প্রভাতী খবর-এর পথচলা শুরু হয়েছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে সত্য, নিরপেক্ষ এবং সাহসী সাংবাদিকতার যে অভাব আমরা অনুভব করি, ঠিক সেই শূন্যতাই পূরণ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
এই সময় যখন গুজব, বিভ্রান্তি ও পক্ষপাতদুষ্ট সংবাদ সমাজকে কলুষিত করছে, তখন প্রভাতী খবর হয়ে উঠতে চায় একটি বিশ্বাসযোগ্য নাম, একটি নির্ভরতার ঠিকানা। আমরা মনে করি, সংবাদ কেবল তথ্য নয়, বরং একটি দায়িত্ব—সমাজকে আলোকিত করা, সত্যকে সামনে আনা, এবং প্রজন্মকে জাগ্রত করা।
আমরা কথা দিচ্ছি—আমাদের প্রতিটি সংবাদ, প্রতিবেদন ও বিশ্লেষণে থাকবে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতার স্পষ্ট ছাপ। আমরা পাঠকের চোখ দিয়ে সমাজকে দেখতে চাই, তাদের কণ্ঠস্বর হতে চাই, এবং দেশের উন্নয়ন, ন্যায্যতা ও মানবাধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকব।
আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আসুন, একসাথে গড়ি একটি আলোকিত গণমাধ্যম, যেটি সত্যকে ভয় পায় না এবং জনগণের পক্ষে দৃঢ়তার সাথে কথা বলে।
অ্যাডভোকেট মনিয়ারা খানম
সম্পাদক ও প্রকাশক
প্রভাতী খবর