close

লাইক দিন পয়েন্ট জিতুন!

短裤 创造

⁣নলছিটিতে পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষক গুরুতর আহত

ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মারাত্মক গাফিলতির কারণে একজন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সিঁড়ির নিচে ঝুলে ছিল। বিষয়টি স্থানীয়রা সকালেই পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও, সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কৃষকটি ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা আহত কৃষককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

MD Mahedi khan

0

1

7,451

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে পড়ে ৬ শিশুসহ আহত ১৮ জন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কাশিয়ানী ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ডুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

M Obaydullah Al Mahmudi

0

1

588

⁣কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী, আমিনগঞ্জ, কানারবাজার ও কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার জনগণের দুঃখ লাঘবে বৈরাতীতে নির্মাণাধীন বাঁধের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০০ জিও ব্যাগ প্রদান করা হয়। উক্ত জিও ব্যাগের সঠিক ব্যবস্থাপনা পরিদর্শনে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান B.Sc AH, MS (BAU); PhD (RU)

Raju Mia

0

0

6

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পরিচয়ে গরু ব্যাবসয়ীর কাছ থেকে ৫ লক্ষ্য টাকা ছিনতাই

শাহরিয়ার মোরশেদ

0

0

25

ফ‌রিদগ‌ঞ্জে সা‌বেক সংসদ সদস‌্য লায়ন মো: হারুনুর রশী‌দের নেতৃত্ব যুবদ‌লের ৪৭তম প্রতিষ্টাবা‌র্ষিকী‌তে আ‌লোচনা শে‌ষে বিশাল আনন্দ র‌্যা‌লি।
র‌্যা‌লি‌টি টিএন্ড‌পি মোড় থে‌কে বাসস্টান্ড হ‌য়ে কালির বাজর চৌরাস্তা রাজার হ‌য়ে উপ‌জেলার গুরুত্বপূর্ণ‌্য সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে।

Abdul Kadir

0

0

5