#narsingdi

Syed Mohammad Imran Hasan
585 Visninger · 2 måneder siden

⁣মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে; প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব


#narsingdi #bangladesh #chiefadvisor #নরসিংদী #মুখ্যসচিব

Gourob Shaha
8 Visninger · 2 måneder siden

গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি: Eye News Bd
নরসিংদীর রায়পুরায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরার কৃতি সন্তান সোলাইমান মিয়া। 'রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম' এর উপদেস্টা পরিষদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলাইমান মিয়া তরুণ স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার। রায়পুরার তরুণরা যেভাবে নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
#inewsbd #raipura #narsingdi #voluntarism #cid #police #communitypolicing #রায়পুরা #নরসিংদী #সেচ্ছাসেবীফোরাম #সোলাইমানমিয়া