close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তরুণ সমাজের মন-মানসিকতার পরিবর্তন এসেছে, পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী নয়: মির্জা ফখরুল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir stated that the outdated state structure must be changed to meet the needs of the younger generation.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে বাংলাদেশের তরুণ সমাজের মন-মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে এবং তারা সর্বক্ষেত্রে পরিবর্তন দেখতে আগ্রহী। তার মতে, এই নতুন প্রজন্মের চিন্তাধারার সঙ্গে বর্তমান পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর কোনোভাবেই উপযোগী নয়।

রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, দেশে এখন 'নতুন বাংলাদেশের চিন্তা' শুরু হয়েছে, যা বিদ্যমান জীর্ণ কাঠামো ভেঙে দিয়ে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

রাষ্ট্র ও ধর্ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, 'আমরা ধর্মভীরু মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না।' তবে একইসাথে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, একটি বিশেষ গোষ্ঠী ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করে চলেছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি অঙ্গীকার করেন, ক্ষমতায় এলে বিএনপি এসব ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, দেশে গণতন্ত্র ফিরে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে, যদিও এই পথে নানা বাধা ও অপপ্রচার চলছে। নেতাকর্মীদের সাইবার যুদ্ধেও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

Inga kommentarer hittades


News Card Generator