close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ট্রাম্পকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় 'নো কিংস' বিক্ষোভ: শুল্কনীতির প্রতিবাদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
During US President Donald Trump's visit to Gyeongju, South Korea, 'No Trump' protesters gathered to rally against his 'autocratic tendencies' and the devastating impact of hi..

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরকালে ঐতিহাসিক শহর গিয়ংজুতে ক্ষুব্ধ নাগরিকদের 'নো ট্রাম্প' বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে স্লোগান দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আগমন ঘিরে ছিল সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। আজ বুধবার (২৯ অক্টোবর) তিনি শহরে পৌঁছানোর পরপরই উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েন।

শহরের একটি অংশে জড়ো হন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, যাতে স্পষ্ট করে লেখা ছিল—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের তথাকথিত 'স্বৈরাচারী প্রবণতার' প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।

প্রতিবাদকারীদের মূল ক্ষোভ ছিল ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর। প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। তিনি এটিকে 'নিপীড়নমূলক ও নিষ্ঠুর' বলে আখ্যায়িত করেন।

ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নিতে এসেছেন। সম্মেলনের পর তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠকে বসবেন। বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদকে আরও জোরালো করতে শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে দেন। একই সঙ্গে তারা লাল কার্ড নেড়ে সতর্কবার্তা দেন, যা ছিল তাদের 'চূড়ান্ত বার্তা': "এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।" ট্রাম্পের এই সফর এবং তার নীতি নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি অংশের মানুষের মধ্যে থাকা তীব্র অসন্তোষ এই বিক্ষোভের মাধ্যমে প্রকাশ্যে এলো।

Keine Kommentare gefunden


News Card Generator