close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি।..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।..

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

 

সোমবার (১ ডিসেম্বর) দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজানকে আসামি করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান। 

 

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজান তার নিজস্ব ফেসবুক একাউন্টে সম্প্রতি দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করে একটি পোস্ট করে। শুধু অপপ্রচার নয় ওই পোস্টে সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে অশ্লীল ভাষায়ও মন্তব্য করে কথিত সমন্বয়ক মিজান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

এ ঘটনায় দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক বাদি আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

সাংবাদিক আজিজুল সরকার বলেন, সাংবাদিক শাওন আমিন একজন জনপ্রিয় ব্যক্তি। হঠাৎ তাকে ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত সমন্বয়ক মিজান উদ্দেশ্যেপ্রণিত ভাবে মিথ্যা অপপ্রচার করেছেন। এতে সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য আমি ব্যক্তিগত ভাবে থানায় বিচার চেয়ে জিডি করেছি।

 

তিনি বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে কথিত সমন্বয়ক মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। 

 

সাংবাদিক শাওন আমিন বলেন, মিজান সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এনিয়ে সংবাদ করায় সে আমাকে ও আমার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আশা করি। 

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, সাংবাদিক শাওন আমিন ও তার পরিবার নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator