close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সমাজের বিনির্মানে সামাজিক সংগঠনের বিকল্প নাই :ইলিয়াস হোসেন মাঝি..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
সমাজ বিনির্মানে সামাজিক সংগঠনের বিকল্প নাই :ইলিয়াস হোসেন মাঝি

 
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার
সোসাইটির কেন্দ্রীয় কাউন্সিল ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শনিবার (১২ এপ্রিল ২০২৫) এক সাক্ষাৎকরে বলেন, " সামাজিক সংগঠন সমাজের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ সামাজিক জীব তাই সভাবতই মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হয়।শুধু নিজের ভালো থাকাটাই মানুষের প্রধান লক্ষ্য হতে পারে না।সমাজে বাস করে সমাজের মানুষের জন্য কিছু করার ক্ষেত্রে মানুষ দায়বদ্ধ। সেই দিকে লক্ষ্য রেখেই আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি  সংগঠনের পথচলা। আমাদের এ সামাজিক সংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ধীরে ধীরে মহীরুহের আকার ধারণ করছে। নাগরিক কেন্দ্রের সভাপতি আরো জানান, মানুষের জন্যই আইডিয়াল হিউম্যান  ওয়েল ফেয়ার সোসাইটি। জনকল্যাণমুখী  এই সংগঠনের সাথে জড়িত থাকলে বিপথগামীতা থেকে তরুণ সমাজ মুক্ত থাকবে। মানুষের কল্যানে কাজ কারই যে জীবনের আসল লক্ষ্য,  এই মূল্য বোধ তৈরি হবে"।
没有找到评论


News Card Generator