নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে রবিবার (৯ নভেম্বর) উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষক সমাজ হতাশ। শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা। মানববন্ধনে শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মানববন্ধনে যোগ দিতে গিয়ে বেশিরভাগ বিদ্যালয়ে আগে ভাগে ছুটি দেওয়া হয়। হঠাৎ ছুটি পেয়ে বাচ্চারা বাড়ি ফেরায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ— এভাবে বারবার ক্লাস বন্ধ হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।
একদিকে শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলন, অন্যদিকে শিক্ষার্থীর পাঠদানের ক্ষতি—দুইয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
সবাই চান, দ্রুত সমাধান হোক, যাতে শিক্ষকরা তাদের অধিকার পান এবং শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে ফিরতে পারে।



















