সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি গ্রুপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট, দুই ভাইস প্রেসিডেন্টসহ পরিচালক পদে নতুন নেতৃত্ব পেয়েছে ব্যবসায়ী মহল। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে ব্যবসায়ী সমাজে সন্তোষ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়।
নব নির্বাচিত কমিটির শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান বাচ্চু। তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন ভিপি অমর কৃষ্ণ দাস এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাদের।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, “এ বিজয় শুধু আমার নয়, সিরাজগঞ্জের প্রতিটি ব্যবসায়ীর। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাণিজ্য-বাণিজ্যের পরিসর আরও বিস্তৃত হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চেম্বারের কার্যক্রমকে আধুনিকায়ন, উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা বৃদ্ধি, এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনে সর্বোচ্চ ভূমিকা রাখব। ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও সমস্যা সমাধানই হবে আমাদের প্রথম অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “নির্বাচিত প্রতিটি পরিচালকই অভিজ্ঞ ও যোগ্য। আমরা সবাই মিলে সিরাজগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করব।”
এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন— হাজী আব্দুস সাত্তার, একাব্বার আলী আকবর, আবু সাইদ, জুড়ান সরকার, তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা এবং সানজিদ হাসান।
ব্যবসায়ীরা মনে করছেন, নব নেতৃত্বের মাধ্যমে সিরাজগঞ্জের বাণিজ্যিক অঙ্গন আরও গতিশীল হবে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন এবং বাজার সম্প্রসারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ফলাফলের পর একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















