close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেটে শনিবার ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না: জরুরি কাজের জন্য প্রস্তুত থাকুন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিলেট নগরীর ২৫টি এলাকায় আগামী শনিবার, ২৮ ডিসেম্বর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জরুরি কাজের জন্য এই সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে। সি
সিলেট নগরীর ২৫টি এলাকায় আগামী শনিবার, ২৮ ডিসেম্বর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জরুরি কাজের জন্য এই সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরীতে ৮ কেভি মুক্তিরচক এবং ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। এসব এলাকায় রয়েছে মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট, বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদরাসা, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড়সহ আশপাশের এলাকাগুলো। অন্যদিকে, ১১ কেভি সোবহানিঘাট ও কালিঘাট ফিডারের আওতাধীন কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোডসহ আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলা হয়েছে যে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এই সময়ে এলাকাবাসীকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।
没有找到评论


News Card Generator