close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেট হেফাজতে ইসলামে বিভেদ নয়, ভুল বোঝাবুঝি: সমঝোতার উদ্যোগ..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

সিলেট হেফাজতে ইসলামের পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা রাজনৈতিক নয়, সামান্য ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে বলে দায়িত্বশীলদের সাথে আলাপে জানা গেছে। দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী।

বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই জেহাদীর উদ্যোগে উভয় কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপে জানা যায়, হেফাজত দলীয় রাজনীতিমুক্ত প্ল্যাটফর্ম। মতপার্থক্য থাকলেও বিভ্রান্তি ছড়ানো অনুচিত। শীর্ষ দায়িত্বশীলরা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্প্রতি ১২ ঘণ্টার ব্যবধানে জেলা ও মহানগর কমিটি এবং পাল্টা কমিটি গঠনের ঘটনায় এ সংকট তৈরি হয়। সদ্য গঠিত জেলা কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, পাল্টা মহানগর কমিটির সভাপতি মাওলানা নাসির উদ্দিনসহ নেতৃবৃন্দ মতানৈক্য নিরসনে আলোচনায় একমত।

দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, আন্তরিকভাবে বৈঠকে বসা হলে অচিরেই ঐক্যবদ্ধ কমিটি গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator