শরীয়তপুরে অর্ধশতাধিক আওয়ামী লীগ - বিএনপিতে যোগদান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A major political shift as former Upazila Awami League Organizing Secretary Khokon Madbor and over 50 workers joined the BNP in Shariatpur.

শরীয়তপুর-৩ আসনের রাজনীতিতে এক নাটকীয় বাঁক সৃষ্টি হলো যখন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের এককালের প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক জানে আলম খোকন মাদবর তার অর্ধশতাধিক অনুসারীসহ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্বাচনী গণসংযোগ চলাকালীন এই যোগদান পর্ব সম্পন্ন হয়।

স্থানীয় রাজনীতিতে জানে আলম খোকন মাদবরের একটি স্বতন্ত্র প্রভাব ছিল। দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী হিসেবে তিনি ১৯৯৭ সালে সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাত ধরে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন এবং পরে তাঁর পুত্র নাহিম রাজ্জাকের অনুগামী হয়ে সক্রিয় ছিলেন। ২০১৬ সালে তিনি শিধলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেন। তার এমন মুহূর্তে দলবদল নিঃসন্দেহে নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানে আলম খোকন মাদবর ক্ষোভ প্রকাশ করে বলেন, "পানিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তাঁর ছেলে নাহিম রাজ্জাক আমার সাথে 'প্রহসন' করেছেন। আমি এই প্রহসনের রাজনীতি থেকে আজ অবমুক্ত হলাম এবং বিএনপিতে যোগদান করলাম।" তিনি আরও আবেগপ্রবণ হয়ে বলেন, বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু তার বাড়িতে এসে তাকে যে ফুলের মালা পরিয়ে দিয়েছেন, সেই 'মালার সম্মান' তিনি জীবন দিয়ে হলেও রাখবেন। তিনি অঙ্গীকার করেন, যে এলাকা একসময় 'নৌকার ঘাঁটি' হিসেবে পরিচিত ছিল, তিনি নিজ হাতে তাকে 'ধানের শীষের ঘাঁটিতে' পরিণত করবেন।

বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু খোকন মাদবর ও তার কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই যোগদান আসন্ন নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর পাল্লা আরও ভারী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

No comments found


News Card Generator