সহমর্মিতার স্পর্শে মন জয়

sk shahrier hossen avatar   
sk shahrier hossen
****

মন জয়

তা কি আপনা‌আপনি হয়?

সদাচরণের মাঝেই

মেলে তার পরিচয়।

নিবিড় পরিচর্যা আর

সহমর্মিতায়,

মন পৌঁছে যায়

পূর্ণতার পর্যায়।

 

সেখানে ঠাঁই পায় না

অবহেলার উত্তপ্ত চুলো,

না থাকে বেদনাদায়ক

অভিমানের দলো।

সেখানে ভেসে আসে

নিরাপত্তার অদৃশ্য গন্ধ,

সহানুভূতির কোমল স্পর্শ,

পারস্পরিক নির্ভরতার

অটুট বন্ধন।

 

মন জয়—

ঘটে প্রতিদিনের নীরব সেবায়,

তীব্র অসুস্থতার একাকী রাতের কাঁপায়,

পিতা-মাতার স্নেহের

শীতল ছায়ায়,

অথবা প্রিয়তমা স্ত্রীর

এক কাপ চায়ের ছোঁয়ায়,

চাঁদনী রাতে শব্দহীন

নিরিবিলি পাশে বসায়,

ভালোবাসার প্রতিশ্রুতিতে

মেলে নির্ভার আশ্রয়।

 

সহমর্মিতার স্পর্শে মন জয়

লেখা: জামাল হোসেন

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Keine Kommentare gefunden


News Card Generator