পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের পুত্র ইসমাইল হোসেন (৪৪), কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের পুত্র হাসেম আলী (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি



















