close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সেনাবাহিনীকে আধুনিকীকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন সেনাপ্রধান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The Army Chief pledged to build a professional force equipped with modern armaments at the BMA parade.

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো ১৮৪ জন নতুন অফিসার। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)-এর প্যারেড গ্রাউন্ডে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাপ্রধান এই মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট বার্তা দেন যে, সদ্য কমিশনপ্রাপ্তদের ওপর দেশের প্রতিরক্ষা ও শৃঙ্খলার পবিত্র দায়িত্ব ন্যস্ত হলো। তিনি সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি বিশেষভাবে উল্লেখ করেন যে, সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল, প্রশিক্ষিত এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান নেতৃত্ব। তাঁর এই বক্তব্য সামরিক বাহিনীর ভবিষ্যৎ আধুনিকীকরণে সরকারের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা অফিসার রয়েছেন, যা সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত বহন করে। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক চৌকস ক্যাডেট হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। মনোমুগ্ধকর এই আয়োজনে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন অফিসারদের গর্বিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Inga kommentarer hittades


News Card Generator