স্বাধীনতার ১ মাস উপলক্ষে সারাদেশে ‘শহীদ মার্চ’ কর্মসূচি ঘোষণা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ অঞ্চল ঘুরে শহীদ মিনারে গিয়ে 'শহীদ মার্চ' শেষ হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের দাবিতে ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে 'শহীদ মার্চ' কর্মসূচির ঘোষণা দিয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম এ তথ্য জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। সারজিস আলম বলেন, সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা ও অন্যান্য স্থানেই এই কর্মসূচি পালিত হবে। অংশগ্রহণকারীদের শহীদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ অঞ্চল ঘুরে শহীদ মিনারে গিয়ে 'শহীদ মার্চ' শেষ হবে।
Keine Kommentare gefunden


News Card Generator