close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরার  কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

 

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উপলক্ষে দেশের কৃষি ও অর্থনীতিতে গ্রামীণ নারী কৃষকদের অবদান তুলে ধরা ও তাদের অধিকার নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ) ও এর সদস্য সংস্থা—অনন্যা, হাউশি, প্রাণ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেভগার্ডিং অফিসার কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, কেয়ার ফর উইমেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক, নারী কৃষক নাজমা বেগম, মিরা পারভীন, রাবেয়া খাতুন, সুন্দরী রাণী, সাদিয়া আক্তার ও মুন্নী পারভীন প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের মোট কৃষি শ্রমশক্তির প্রায় ৭৪ শতাংশ নারী। গত এক দশকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ। তবুও দুঃখজনকভাবে প্রায় ৭২ শতাংশ নারী কৃষি শ্রমিক কোনো পারিশ্রমিক পান না এবং অধিকাংশ ক্ষেত্রে তারা পরিবার ও সমাজে প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত।

 

বক্তারা নারী কৃষকদের শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য পারিশ্রমিক, এবং কৃষিতে নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

Nenhum comentário encontrado


News Card Generator