৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারাপুর ঈদগাহ মাঠে আলোচনা সভা আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে মাঠে সমবেত হন।
সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি, সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। তাঁর নেতৃত্বে মিছিলটি সাভার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারাপুর ঈদগাহ মাঠে এসে সমাবেশে পরিণত হয়।
সভায় বিশেষ অতিথি বক্তব্য ওবায়দুর রহমান অভি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন, যেদিন জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















