সাভারে ছাত্রদল নেতা সামিরের বাবার মৃত্যুতে গভীর শোক: সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে সমবেদনা নাহিদের..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 

 


ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব সামিরের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা–১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তৃণমূলের অভিভাবক ও জনপ্রিয় নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে সাভার পৌর যুবদলের নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ।

শনিবার এক ফেসবুক পোস্টে প্রকাশিত শোকবার্তায় যুবদল নেতা নাহিদ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, “ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব সামিরের বাবা মৃত্যুবরণ করায় তার পরিবার–পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন একজন ধার্মিক ও পরোপকারী মানুষ। এলাকার সর্বস্তরের মানুষের নিকট তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি মহান রাব্বুল আলআমিনের দরবারে দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

শোকবার্তায় মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ও সাহস ধারণের আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মরহুমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে শোকবার্তা অব্যাহত রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator