বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার, ২ ডিসেম্বর, আসরের নামাজের পর সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার পৌর ছাত্রদল, ঢাকা জেলা উত্তর।
আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদল নেতা আবিদ হোসেন নাফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম।
এ ছাড়াও স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতৃত্বের সাফল্য কামনাও করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রী হিসেবে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তারা দলমত নির্বিশেষে সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতারা।



















