close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেবহাটায় হানাদার মুক্ত দিবস পালিত ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযোদ্ধের গৌরবময় দেবহাটা পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

মহান মুক্তিযোদ্ধের গৌরবময় দেবহাটা পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর '২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় সমবেত হয়।

এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সদস্য সচীব বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া শাহজাহান ও পুত্র ফারুক মাহাবুব রহমান, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সোনালী ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক তাপস দেব নাথ, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, মোফাজ্জেল হোসেন মোফা, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এসময় বক্তরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।

Inga kommentarer hittades


News Card Generator