রিপোর্ট মেহেদী হাসান: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি নরসিংদীর একটি বিশেষ অভিযানে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বড় কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জয়নাল স্টোরের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে র্যাব-১১।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকা ও আশপাশের জেলায় পাচার করা হচ্ছে। পরে সন্দেহভাজন ভ্যানটি থামিয়ে কাগজপত্র চাইলে ড্রাইভার অসংলগ্ন আচরণ করলে র্যাব সদস্যদের সন্দেহ হয়। এরপর ভ্যান তল্লাশিতে পাওয়া যায় ৪টি সাদা বস্তায় মোড়ানো মোট ১০০ কেজি গাঁজা।
এ সময় ভ্যানচালক মো. সাজেদুর রহমান জনি (৪৫) এবং তার সহযোগী মো. তরিকুল ইসলাম রাজন (৩০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়— নগদ ৯,৭০০ টাকা,তিনটি মোবাইল ফোন (Samsung Galaxy A50, Samsung Galaxy A32, HG H-11) এবং ডিজিটাল নাম্বার প্লেট যুক্ত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৬২৭২)।
র্যাব জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজি ও মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রায়পুরা থানার ওসি’র নিকট গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।



















