আহমেদঃ রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের বাগমারা এলাকায় সাগর রাইস মিলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় পলাশ কাজী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ একই এলাকার ছাকেন কাজীর ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাসুদ পাটোয়ারীর ছেলে নিরব পাটোয়ারী (১৮)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও নিরব মোটরসাইকেলযোগে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাওয়ার পথে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পলাশ কাজীকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা নাজমুল।



















