"সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব" নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
'সততা, নিষ্ঠা, ঐক্য ও শক্তি- শ্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে একঝাঁক তরুন ও মেধাবী সাংবাদিকের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু কর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

'সততা, নিষ্ঠা, ঐক্য ও শক্তি- শ্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে একঝাঁক তরুন ও মেধাবী সাংবাদিকের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।

শনিবার (৬ ডিসেম্বর '২৫) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিউমার্কেট মোড়ে এসে বেলুন ও কবুতর উড়িয়ে ক্লাবটির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

পরে আল বারাকা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. ইয়াসিন আলী ও গীতা পাঠ করেন মিলন রুদ্র।

মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ, জুলাই যোদ্ধা ইমরান হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। সাতক্ষীরায় এমন সৃজনশীল ও ব্যতিক্রমী একটি ক্লাব সত্যিই সময়ের দাবি ছিল। ভবিষ্যতে এই ক্লাবের সামাজিক কার্যক্রম অন্যদের ঈর্ষা হিসেবে প্রতিষ্ঠিত হবে-এটাই প্রত্যাশা।

তরুণদের সমন্বয়ে গঠিত এ সামাজিক সংগঠনটি ভবিষ্যতে সাতক্ষীরার জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করে তিনি আরও বলেন, একটু আড্ডা, একটু রসিকতা, একটু মায়া-মমতা ও ভাতৃত্ববোধ- এসব মিলেই হতে পারে ক্লাবটির সার্থক দিগন্ত উন্মোচন।

জেলা জামায়াতের সেক্রেটারী মো. আজিজুল রহমান বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে সৎ ও আদর্শবান তরুণের প্রয়োজন। সততা জীবনের চালিকাশক্তি। একতা ও নিষ্ঠা ধরে রাখতে পারলে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব বহুদূর এগিয়ে যাবে। আমি এবং আমার দল এই ক্লাবের সার্বিক সহযোগিতায় সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্লাব সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল মমিন, আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান এবং হোসেন আলী।

এসময় সাতক্ষীরা নিউমার্কেট ক্লাবের সদস্য গাজী ফারহাদ, কিশোর কুমার, গাজী হাবিব, মোঃ সাইদুল বাসার, হাবিবুর রহমান সোহাগ, রাহাত রাজা, জাহাঙ্গীর সরদার, আলী মুক্তাদীর হৃদয়, ইব্রাহিম খলিল, ইয়ারুল ইসলাম, মোস্তফা রায়হান, মুজাহিদ হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সবশেষে অতিথিদের সমন্বয়ে ক্লাবের লোগো' উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

 
No comments found


News Card Generator