পুলিশ ব্যারাক থেকে এক নারী সদস্যের ঝু ল ন্ত লা' শ উদ্ধার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A female highway police constable's hanging body was recovered from Khulna's Muzgunni Barrack, raising questions about the cause.

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে হাইওয়ে পুলিশের একজন নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি সংশ্লিষ্ট মহলে গভীর শোক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহত কনস্টেবলের নাম মিমি খাতুন (২৭)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন এবং কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মুজগুন্নি পুলিশ ব্যারাকে কর্মরত সহকর্মীরা মিমি খাতুনকে তার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই মর্মান্তিক দৃশ্য দেখার পর ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনগত প্রক্রিয়া মেনে সুরতহাল সম্পন্ন করার পর সন্ধ্যার দিকে লাশটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

মুজগুন্নি পুলিশ ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিমি হাইওয়ে রিজিওনের নারী সদস্য হিসেবে ওই ব্যারাকেই অবস্থান করছিলেন। তবে, ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনো ধরনের সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে ডেথ সার্টিফিকেটে 'আত্মহত্যা'র কথা উল্লেখ করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ প্রসঙ্গে বলেন, "আমরা ঘটনাটির গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই আমরা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারব।" তিনি আরও জানান, পুলিশ ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছে এবং নিহত সদস্যের পরিবার ও সহকর্মীদের সাথে বিস্তারিত কথা বলা হচ্ছে।

এই অপ্রত্যাশিত ঘটনায় পুরো পুলিশ ব্যারাকে শোকের আবহ বিরাজ করছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে পুলিশ প্রশাসন। ময়নাতদন্ত শেষে দ্রুতই মিমির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

No comments found


News Card Generator