close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত   বিরোধের জেরে বৃদ্ধা ও তার ছেলেকে পিটিয়ে জখম। ..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৭: ৩০ পিএম, ২০ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পশ্চিম ছৈলাবুনিয়া গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা রোকেয়া বেগম ( ৫০) ও তার ছেলে আসাদুল ইসলাম (২৫) কে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। আহত বৃদ্ধা রোকেয়া বেগম জানান, বাড়িঘরের জায়গা জমি মাপের বিষয় নিয়া গত সোমবার ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাত নয়টায় শালিসির কথা বলে ডেকে নিয়ে যায় আনিস সিকদার। আমি আমার ছেলে আসাদুল  ও স্বামী জালাল সিকদার তাদের ডাকে গেলে আমাদের উপর দেশিয় অস্ত্র নিয়ে  আতর্কিত হামলা চালিয়ে আমার মাথায় ও আমার ছেলেকে আঘাত করে নান্নু সিকদার, আনিস সিকদার, আবদুল হাই সিকদার, সুলতান বয়াতী, সজিব সিকদার,  আলমগীর সিকদার, লাইজু বেগম, রানী বেগম সহ ৮-১০ জন। আমার স্বামী দৌড়ে প্রান বাচালে আমার মানসিক ভারসাম্যহীন ছেলে আসাদুল কে  ও জখম করে। আহত আসাদুল এর পিতা ও বৃদ্ধা রোকেয়া বেগমের স্বামী জালাল সিকদার জানান, হামলাকারীরা এলাকার দুঃস্কৃতিকারী,  দাঙ্গামাকারী,  স্থানীয় সন্ত্রাসী মানুষকে বসতভিটা থেকে উৎখাত করা তাদের পেশা। আমি জেলা প্রশাসনের নিকট হামলা কারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বর্তমানে আহত রোকেয়া বেগম ও তার ছেলে আসাদুল পটুয়াখালী সরকারি  মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছে। অর্থনৈতিক ভাবে গরিব হওয়ার তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে জানান আহত বৃদ্ধার স্বামী জালাল সিকদার।

Nessun commento trovato


News Card Generator