সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া–মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন খতম ও মোনাজাতকে কেন্দ্র করে পুরো এলাকায় এক ধর্মীয়, শান্তিময় ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ আয়োজনের উদ্যোগে ছিলেন প্রতাপনগর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ও ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, এবং আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়ারাজ হোসেন। দুই নেতা সমন্বিতভাবে পুরো আয়োজনটি সম্পন্ন করেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ মিলিতভাবে উপস্থিত হয়ে দোয়া মাহফিলকে সফল করে তোলে।
আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল বেগম খালেদা জিয়ার সুস্থতার উদ্দেশ্যে অনুষ্ঠিত বিশেষ দোয়া। পবিত্র কুরআন খতম পরিচালনা করেন হাফেজ মো. রবিউল বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দল নয়, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতার জন্য মানুষের অন্তরের প্রার্থনা আজ সর্বস্তরে ছড়িয়ে পড়েছে।”
আয়োজক আব্দুল খালেক গাজী বলেন—
“প্রতাপনগরের মানুষ দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা রাখে। সেই ভালোবাসা থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের দোয়ায় অংশ নিয়েছেন।”
ছাত্রদল নেতা মিয়ারাজ হোসেন জানান—
“দেশনেত্রীর আরোগ্য কামনা আমাদের সকলের হৃদয়ের দাবি। শান্তিপূর্ণ এই দোয়া মাহফিল সফলভাবে করতে পেরে আমরা আনন্দিত।”
ব্যাপক উপস্থিতি ও সুশৃঙ্খল আয়োজন
স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ দোয়া–মাহফিলে অংশ নেন। কুরআন খতম শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এলাকাবাসীর ভাষ্য—
“এমন আধ্যাত্মিক আয়োজন মানুষের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও বৃদ্ধি করে।”



















