close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

প্রেমের টানে ইসলাম গ্রহণ, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Inspired by love, a Hindu woman in Pirojpur converted to Islam and married a Muslim youth leader according to Islamic Sharia.

পিরোজপুরের নাজিরপুর ও সদর উপজেলার দুই তরুণ-তরুণীর প্রেম শেষ পর্যন্ত গড়ায় এক নতুন পরিচয়ে, নতুন জীবনে। নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের গভীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইরা অহিদ।

নবদম্পতি শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্বামী অহিদুল ইসলাম জানিয়েছেন, গত সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার আইনি প্রক্রিয়া মেনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে 'ইরা অহিদ' নামে নথিভুক্ত হন। এরপর পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের পর কাজী অফিসে ইসলামি শরীয়া মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়।

তাদের এই সম্পর্কের শুরু হয়েছিল এক বছর আগে সামাজিক কর্মকাণ্ডের সূত্রে। অহিদুল ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির নাজিরপুর উপজেলা যুব দলের নেতা এবং ইরা ছিলেন যুব দলের একজন সদস্যা। রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব একসময় গভীর ভালোবাসায় রূপ নেয়।

নবমুসলিম ইরা অহিদ তার ধর্মান্তরের কারণ ব্যাখ্যা করে বলেন, "স্কুল জীবন থেকেই আমার ইসলাম ধর্মের প্রতি বিশেষ আগ্রহ ছিল। নিয়মিত ইসলামি বিভিন্ন বই পড়তাম, যা আমাকে এই ধর্মের প্রতি আরও আগ্রহী করে তোলে।" তিনি জোর দিয়ে বলেন, সেই আগ্রহ থেকেই তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলের কাছে তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Nessun commento trovato


News Card Generator