close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার (২৭ মে '২৫) সাতক্ষীরার তালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প নিয়ে সংগঠিত আলোচনা অনুষ্ঠিত হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেইস) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে '২৫) সাতক্ষীরার তালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন খুলনা জেলার পিএইচটি সেন্ট্রারের তত্বাবধায়ক মোঃ শফিকুল ইসলাম। তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম,  সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম,ল্লিী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমএ হাকিম, সাংবাদিক মোঃ আকবর হোসেন, মুক্তি ফাউন্ডেশনের সুনন্দ্রা ভদ্র, মোঃ মহিউদ্দীন, উন্নয়ন প্রচেষ্টার মুজিবুর প্রমুখ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator