মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি)
খাগড়াছড়ি দীঘিনালায় প্রকৃতিনির্ভর কৃষি সমাধান (এনবিএস) মডেলের সফল বাস্তবায়নে স্থানীয় কৃষকদের সাফল্য গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
রবিবার (৩০ নভেম্বর) 'প্রমোটিং জিইএসআই রেসপনসিভ নেচার-বেসড সল্যুশনস ফর এনাব্লিং রেসিলাইন্স ইন চিটাগং হিল ট্র্যাক্টস' প্রকল্পের আওতায় কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) পরিদর্শনে এসে তারা পরিবেশবান্ধব কৃষিকাজের নতুন দিগন্ত প্রত্যক্ষ করেন।
তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়িত এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে হেলভেটাস বাংলাদেশ এবং আর্থিক সহায়তা দিচ্ছে আইসিমোড।
দিনব্যাপী এই সফরে ডেইলি অবজারভারের সোহেল রানা, দৈনিক প্রতিদিনের চিত্রের দহেন বিকাশ ত্রিপুরা, এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার আক্তার হোসেন, দৈনিক সময়ের আলো ও দৈনিক একুশে পত্রিকার জাকির হোসেন এবং বাংলা স্ট্রিমের সোহানুর রহমান শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্প এলাকা পরিদর্শনে দীঘিনালা বড়াদমে উদাসী চাকমা ও উদয়ন চাকমার বাঁধাকপি ক্ষেত, নয়ন জ্যোতি চাকমার বেগুন ক্ষেত, হেডম্যান পাড়ায় ইমেজ চাকমার শশা ক্ষেত এবং তুহিনা চাকমার ক্ষীরা ক্ষেত পরিদর্শন করা হয়। এছাড়া বড়াদম পাড়ার কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন গণমাধ্যমকর্মীরা।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের সকল স্তরের কৃষক সম্প্রদায়, সরকারি ও প্রাতিষ্ঠানিক স্টেকহোল্ডারদের এনবিএস ভিত্তিক কৃষি-পরিবেশবান্ধব কার্যক্রম সম্পর্কে সচেতনতা ও কারিগরি জ্ঞান বৃদ্ধি করা। এর মাধ্যমে এনবিএস মডেল ও সিএলসির কার্যক্রম সম্পর্কে ধারণা উন্নয়ন, সরকারি বিভাগ ও পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেটে এনবিএস অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি করা হবে।
হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি ও মাঠ সমন্বয়ক দীপ্তিময় চাকমা বলেন, সফল কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) মডেল পুনরাবৃত্তি নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
পরিদর্শনে লোকাল সার্ভিস প্রোভাইডার রাহুল চাকমা ও মীরণ চাকমা, সিএলসি সদস্য হোসনেয়ারা বেগমসহ তৃণমূল উন্নয়ন সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















