নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠিতে সুসংগঠিত হওয়ার আহ্বান..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে এনসিপি'র মনোনয়ন কিনলেন তিন সংগঠক..

 

ঝালকাঠি প্রতিনিধি | [১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার]

আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে এনসিপি'র মনোনয়ন কিনলেন তিন সংগঠক

'বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ' গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এই অগ্রযাত্রায় জেলা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দেশ এবং প্রবাসে অবস্থানরত সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।


মনোনয়ন সংগ্রহ ও সাংগঠনিক আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে এনসিপি তাদের নির্বাচনী তৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে একাধিক মূখ্য সংগঠক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন:
 * ডা: মাহমুদা মিতু, মূখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, দক্ষিণাঞ্চল।
 * আরিফুর রহমান তুহিন, যুগ্ম মূখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি।
 * মো: আহাদ শিকদার, আহ্বায়ক, এনসিপি ফিনল্যান্ড।
ফিনল্যান্ড এনসিপি'র আহ্বায়ক মো: আহাদ শিকদার স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, এই তিন সংগঠকের মনোনয়নপত্র সংগ্রহ এনসিপি'র নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ


লক্ষ্য: উন্নত, ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব ঝালকাঠি গড়ে তোলা।আহ্বানবার্তায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, "চলুন, ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব নতুন ঝালকাঠি।"


এই আহ্বানের মধ্য দিয়ে এনসিপি ঝালকাঠি জেলার রাজনীতিতে তাদের অবস্থান পোক্ত করার এবং নতুন নেতৃত্ব সৃষ্টির বার্তা দিচ্ছে। তারা আশা করছে, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এনসিপি ঝালকাঠি-১ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

Nenhum comentário encontrado


News Card Generator