close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠিতে সুসংগঠিত হওয়ার আহ্বান..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে এনসিপি'র মনোনয়ন কিনলেন তিন সংগঠক..

 

ঝালকাঠি প্রতিনিধি | [১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার]

আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে এনসিপি'র মনোনয়ন কিনলেন তিন সংগঠক

'বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ' গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এই অগ্রযাত্রায় জেলা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দেশ এবং প্রবাসে অবস্থানরত সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।


মনোনয়ন সংগ্রহ ও সাংগঠনিক আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে এনসিপি তাদের নির্বাচনী তৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে একাধিক মূখ্য সংগঠক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন:
 * ডা: মাহমুদা মিতু, মূখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, দক্ষিণাঞ্চল।
 * আরিফুর রহমান তুহিন, যুগ্ম মূখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি।
 * মো: আহাদ শিকদার, আহ্বায়ক, এনসিপি ফিনল্যান্ড।
ফিনল্যান্ড এনসিপি'র আহ্বায়ক মো: আহাদ শিকদার স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, এই তিন সংগঠকের মনোনয়নপত্র সংগ্রহ এনসিপি'র নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ


লক্ষ্য: উন্নত, ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব ঝালকাঠি গড়ে তোলা।আহ্বানবার্তায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, "চলুন, ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব নতুন ঝালকাঠি।"


এই আহ্বানের মধ্য দিয়ে এনসিপি ঝালকাঠি জেলার রাজনীতিতে তাদের অবস্থান পোক্ত করার এবং নতুন নেতৃত্ব সৃষ্টির বার্তা দিচ্ছে। তারা আশা করছে, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এনসিপি ঝালকাঠি-১ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator