close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক

রিপোর্ট মেহেদী হাসান: 

বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “বিএনপি থেকে জামায়াতে ইসলামে যোগদান” শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কঠোর নিন্দা জানিয়েছে নরসিংদী জেলা বিএনপি।

দলটির দাবি—সংবাদে যাদের বিএনপি নেতা-কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা কোনো সময়েই হাজীপুর ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল কেউ ছিলেন না। বরং তারা এলাকার পরিচিত জামায়াত-সমর্থক। ফলে ‘বিএনপি থেকে যোগদান’—এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

প্রকাশনা বিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূইয়া এক বিবৃতিতে বলেন— “এই সংবাদ রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এই প্রতিবেদনের আর কোনো উদ্দেশ্য নেই।”

বিবৃতিতে আরও বলা হয়— মিথ্যা তথ্যের ভিত্তিতে এ ধরনের সংবাদ প্রকাশে নরসিংদীর সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। “সত্য বিকৃত করে বিভাজন সৃষ্টি করা অনৈতিক এবং গণমাধ্যমের দায়িত্বশীলতার পরিপন্থী,”—উল্লেখ করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে—এ মন্তব্য করে জাহিদুল কবির বলেন,“এই সময়ে দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন অত্যন্ত দুঃখজনক। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা রক্ষা পাবে।”

তিনি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ করেন।

একই সঙ্গে যেকোনো তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি, যাতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট থাকে।

No comments found


News Card Generator