“নবাগত সদস্য সম্মেলনে কঠোর বার্তা: গণভোটকে বৃদ্ধাঙ্গুলি ইসলামী ছাত্র আন্দোলনের”..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের নবাগত সদস্য সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ভিত্তিক নির্বাচনের আহ্বান জানালেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক। উপস্..

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হাতপাখা প্রতীক থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।

তার বক্তব্যে তিনি বলেন, “গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। যারা সংবিধানের দোহাই দেন, তাদেরকে জিজ্ঞেস করি—জুলাই অভ্যুত্থান, সরকার গঠন—এসব কোন সংবিধানে আছে? সংবিধান মানলে নির্বাচনও ২৯ অনুচ্ছেদ অনুযায়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “যে সংবিধান দেশের গণমানুষ প্রত্যাখ্যান করেছে, তা পুনরায় ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই। বরং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি এ এম রাকিবুল ইসলাম।

তিনি বলেন, “গত ৩৪ বছরে ইসলামী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, ধর্ষণ কিংবা কোনো অপকর্মে জড়িত হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা নিজেরা ধর্ষণ করে না, অন্য কাউকে ধর্ষণ করতেও দেয় না। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে সবাইকে ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পটুয়াখালী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক খান মুহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, লক্ষ্য ও সামগ্রিক কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: মাওলানা আবু বকর সিদ্দিক। সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখা। নাজমুল হুদা রিপন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌরসভা। আলহাজ্ব হাফেজ মাওলানা আঃ কাইউম সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গলাচিপা। মাওলানা আবু ছালেহ সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, গলাচিপা শাখা। জনাব ফোরকান গাজী সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। মাওলানা নাজিমুদ্দিন সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সম্মেলনটি পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক এইচ এম রবিউল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন—
পৌর সভাপতি মুয়াজ আহমাদ এবং পৌর সাধারণ সম্পাদক আল আমিন।

Inga kommentarer hittades


News Card Generator