close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নারায়নগঞ্জের আড়াইহাজারের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ২৬ বছর পর  গ্রেপ্তার..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার।

নারায়নগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  দুপুরে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জহিরুল ইসলাম (৪৫)।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব -১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন। তিনি জানান, গ্রেফতারকৃত জহিরুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। জহিরুল গত ২৬ বছর ধরে ঢাকার আশুলিয়া এলাকায় ফেরারি  জীবনযাপন করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা আরও জানান, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত হত্যা মামলাটির রায় ঘোষণা করেন এবং জহিরুলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডাপ্রাপ্ত জহিরুলকে দীর্ঘ ২৬ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব -১১।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator