আলহাজ্ব আলাউদ্দিন ১৯৫৪ সালের ১লা জানুয়ারী চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফুরসেদপুর গ্রামের মরহুম মোস্তফা হোসেন মণ্ডলের ঔরষে জন্মগ্রহণ করেন।আলহাজ্ব আলাউদ্দিন প্রয়াত মোস্তফা হোসেন মণ্ডলের সাত ছেলে ও তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন।মরহুম আলাউদ্দিন সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ ও প্রচারক ছিলেন।শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি কিছুদিন নাচোল উপজেলার হাট বাকইল উচ্চ বিদ্যালয় ও ভুজইল দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।চাকরির চেয়ে সমাজসেবায় অধিক আগ্রহ থাকার কারণে পরবর্তীতে চাকরি ছেড়ে তিনি রাজনীতি ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন।এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে তিনি ভুজইল দাখিল মাদ্রাসা, পশ্চিম মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর কলেজ, সোগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধবপুর দাখিল মাদ্রাসা, আলিশাহপুর দাখিল মাদ্রাসা, মিড়কাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাচোল ষ্টেশন আল জামেয়া মাদ্রাসাসহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সাথে তিনি নানা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সততা ও দক্ষতার সাথে ফুরসেদপুর পুরাতন জামে মসজিদ এবং ফুরসেদপুর-মির্জাপুর ঈদগাহ ময়দানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।এলাকার উন্নয়নে একটানা পনেরো বছর তিনি সততা, দক্ষতা ও সুনামের সহিত বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।তাঁর সময়ে তিনি এলাকায় অসংখ্য টিউবওয়েল স্হাপন, কুপ ও খাল খনন করেন এবং ব্রীজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ করেন।তাঁর উদ্দোগেই আলিশাহপুর থেকে লাহাবাড়ী-বাজেন্দ্রপুর কাঁচা রাস্তার গোড়াপত্তন হয়।এছাড়াও নাচোল-খেসবা-খোলসী কাঁচা রাস্তা পাকাকরণেও তিনি অগ্রণী ভুমিকা পালন করেন।২০২২ ইং সালের ২৫শে এপ্রিল অর্থাৎ ২৩শে রমজানের সাহরী সেবন করে ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
নাচোলের নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ..
Ingen kommentarer fundet



















