close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মসজিদের জমি নিয়ে বিরোধ মিমাংসা করতে গিয়ে হামলা। ফাঁকা গুলি বর্ষণ..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে মসজিদের জমি নিয়ে বিরোধ 
মিমাংসা করতে গিয়ে হামলা। ফাঁকা গুলি বর্ষণ

নিজস্ব প্রতিনিধি: 
চাঁদপুরের মতলব উত্তরে মসজিদের জমি নিয়ে বিরোধে উত্তেজনার এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। 
ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৩ জুন দুপুরে জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী গ্রামে। 

কেন্দ্রীয় জামে মসজিদের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান বান্দরবান জেলা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নুর মিয়া সুমন মসজিদের সামনে ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়,  সাড়ে পাঁচানী  মসজিদের পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মাণের জন্য মসজিদের জমি থেকে কমিটির অনুমতি ছাড়া মাটি কাটেন জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন মিয়াজী ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়াজী। এতে মসজিদ কমিটি ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পর মসজিদ কমিটির সভাপতি নুর মিয়া সুমনের সভাপতিত্বে জুমার নামাজ শেষে তাৎক্ষণিকভাবে এক শালিস বৈঠক হয়। তবে বৈঠক চলাকালীন গোলাম হোসেন মিয়াজী ও আয়নাল মিয়াজীর সঙ্গে মুসল্লিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ আছে, মুসল্লি কাসেম, হুমায়ুনসহ আরও ৫-৬ জন মিলে তাদের উপর হামলা চালায়।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মসজিদ কমিটির সভাপতি ও বান্দরবান জেলা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নুর মিয়া সুমন উত্তেজনা থামাতে তাঁর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়।
এ বিষয়ে মসজিদের সভাপতি ও বিচারক নুর মিয়া সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  স্থানীয় লোকজন সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের জমির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন:
মতলব উত্তরের সাড়ে পাঁচানী কেন্দ্রীয় জামে মসজিদ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator