মাধবপুরে এক হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই হরিধনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর-চৌমুহনী থেকে ধর্মঘরগামী পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের যৌনাঙ্গের ভেতর থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৫০০ পিস করে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গকুলনগর (নারায়ণপুর) গ্রামের শাহাব উদ্দিন মিয়ার স্ত্রী সেলিমা বেগম (৫৫) এবং একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে হেপী আক্তার (৩৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, “আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”তিনি আরও জানান, সেলিমা বেগমের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা ও শিবপুর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator