close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

 কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরে নেমে মানববন্ধন..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম ,কুতুবদিয়া:

কুতুবদিয়ার চারপাশে দেশ প্রেমিক বাংলাদেশ নৌ/সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরে নেমে মানববন্ধন করেছে দ্বীপের মানুষ। আগামী বর্ষার আগেই ভাঙাংশ মেরামতসহ নৌবাহিনীর প্রকৌশল টিমের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান্। গতকাল (১৬ মার্চ ২০২৫) রবিবার সকাল সাড়ে এগারোটায় দেশ প্রেমিক নৌ/সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধের অংশে সাগরের হাঁটু পানিতে নেমে মানববন্ধন করে এলাকাবাসী। এতে কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।কুতুবদিয়া নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবসী বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার রক্ষাকবচ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণের জন্য নৌ/সেনাবাহিনীর প্রকৌশল টিমের মাধ্যমে কাজ করার দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন,টেকসই বেড়িবাঁধ না থাকায় কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছে। সরকার বারবার বরাদ্দ দিলেও কিছু দুর্নীতিবাজ ঠিকাদারের অদক্ষতা ও গাফিলতির কারণে বর্ষাকালে পানিবন্দি হয়ে থাকতে হয় স্থানীয় বাসিন্দাদের। তারা আরও বলেন,সঠিক পরিকল্পনা ও বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব। কিন্তু বারবার অদৃশ্য কারণে দ্বীপবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।বক্তারা নৌ/সেনাবাহিনীর মাধ্যমে বিশেষ বরাদ্দ দিয়ে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, কুতুবদিয়াকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। সরকারের প্রতি আহ্বান জানানো হয় নৌ/সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে সাগরের ভয়াবহতা থেকে দ্বীপটিকে রক্ষা করার। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে কুতুবদিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বক্তারা ত্রাণের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে আলী আকবর ডেইল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,আল হেরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনিরুল আলম,অনলাইন একটিভিস্ট হানিফ কুতুবী,পল্লী চিকিৎসক আবু সাদেক,এনজিও কর্মী রুস্তম হায়দার,ব্যবসায়ী আব্দুল খালেক,লবণ ব্যবসায়ী শফিউল আলম,কৃষক দেলোয়ার হোসেন,শ্রমিক নেতা করিম উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Nazrul Islam
Nazrul Islam 8 महीने पहले
দ্রুত পদক্ষেপ নেওয়া হোক
1 0 जवाब
और दिखाओ


News Card Generator