বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার রাত ১১ টা থেকে ২ টা পর্যন্ত পর্যন্ত বিসিজিএস শ্যামল বাংলা এর একটি টহল দল কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বসানো ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।পরবর্তীতে উক্ত জালসমূহ কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া এর নিকট হস্তান্তর করা হয়।বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কমান্ডিং অফিসার বিসিজিএস শ্যামল বাংলা এবং কুতুবদিয়া মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে, জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং দেশের সামুদ্রিক সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
Inga kommentarer hittades



















