ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল শ্যামনগরের বনজীবি শেফালী বেগম
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বুধবার(২৯ অক্টোবর)মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত “কমিউনিটি অব প্র্যাকটিসেস নেটওয়ার্ক কনভেনশন ২০২৫”এ ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল শ্যামনগরের বনজীবি নারী সংগঠনের সভানেত্রী শেফালী বেগম।
ঢাকার আলোকিতে অনুষ্ঠিত কমিউনিটি অব প্র্যাকটিসেস নেটওয়ার্ক কনভেনশনে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করেন।
ইউএন উইমেন বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিস (ফেইস-২) প্রকল্পের আওতায় এই কনভেনশনে ১০০টি নারী-নেতৃত্বাধীন সিভিল সোসাইটি সংগঠন অংশগ্রহণ করে, যেখানে তৃণমূল পর্যায়ের জলবায়ু অভিযোজন উদ্যোগগুলো উদ্যাপন করা হয়। একই সঙ্গে “ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয় ১০ জন অসাধারণ নারী জলবায়ু নেত্রীকে, যাঁরা পরিবেশ সংরক্ষণ ও কমিউনিটি রেজিলিয়েন্সে অসামান্য অবদান রেখেছেন। এই দশ জন ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত নারীর মধ্যে একজন নারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির বাসিন্দা এবং একই এলাকায় অবস্থিত বনজীবি নারী সংগঠনের সভানেত্রী শেফালী বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত হি. ই. নিকোলাস উইকস, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতা বিষয়ক প্রধান মি. দিপাক এলমার, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, এবং প্রোগ্রাম স্পেশালিস্ট দিলরুবা হায়দার।
অনুষ্ঠানে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট কাজী রাবেয়া এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর এমপাওয়ার প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহমেদ। অধিবেশনটি সঞ্চালনা করেন ওয়াসিউর রহমান তন্ময়।
ছবি- ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিকট থেকে গ্রহণ করছেন শ্যামনগরের বনজীবি শেফালী বেগম।



















