খালেদা জিয়ার সুস্থতা চেয়ে টঙ্গীতে বিএনপির বিশেষ দোয়া মাহফিল..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
Special doa mahfil of BNP in Tongi for Khaleda Zia's recovery

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় টঙ্গীর কেরানির টেক এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইমন খানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

没有找到评论


News Card Generator