ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কুরবানির পশুর হাট ইজারা নিয়ে বিরোধের জেরে আজ শনিবার (৩১ মে) দুপুরে রসূলপুর মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এক ঘণ্টার মতো অবরোধ করে রাখে। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।
জানা গেছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে কেরানীগঞ্জ উপজেলায় ১১টি অস্থায়ী পশুর হাট নির্ধারণ করা হয়। এর মধ্যে রসূলপুর মাদ্রাসা কমিটি উপজেলা প্রশাসনের ওপেন টেন্ডারের মাধ্যমে হাটের ইজারা লাভ করে। কিন্তু সম্প্রতি তারা জানতে পারেন, তাদের হাটের একদম পাশে, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে আরও একটি নতুন হাট বসানোর অনুমতি দিয়েছে প্রশাসন। এ খবরে ক্ষুব্ধ হয়ে তারা মানববন্ধনের আয়োজন করে এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করে ফেলে।
অবরোধে ঢাকা মাওয়া মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ, নারী, শিশু ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে রসূলপুর মাদ্রাসার এক শিক্ষক বলেন, “আমরা নিয়ম অনুযায়ী ইজারা পেয়েছি। অথচ এখন শুনি, আমাদের হাটের সাথেই আরেকটি হাট বসানো হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে,কারণ হাসিলের টাকা যায় মাদ্রাসার লিল্লাহ্ বোর্ডিংয়ে। তাই আমরা প্রতিবাদ করছি।”
অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “কোনো অবস্থাতেই মহাসড়ক বা জনসাধারণের চলাচলের পথে হাট বসতে দেওয়া হবে না। লিচু মিয়া সুপার মার্কেট সংলগ্ন নির্ধারিত জমিতে হাট বসাতে হবে।”
তিনি আরও বলেন, “যারা মানববন্ধন করেছে, তাদের জবাবদিহি করতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে ইজারা বাতিল হতে পারে।”
পরে উপজেলা প্রশাসনের নির্দেশে নতুন ইজারা পাওয়া হাট থেকে মহাসড়কের পাশে স্থাপিত বাঁশের খুঁটি ও অবকাঠামো সরিয়ে নেওয়া হয়েছে।



















