close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কারা নির্যাতিত নেতা হাফিজুর রহমানের উদ্যোগে রাস্তা সংস্কার..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

 

 

​প্রায় আড়াই বছর পর দুর্ভোগ কমল দুই ওয়ার্ডের মানুষের
​মাদারগঞ্জ: জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ফায়ার সার্ভিস মোর থেকে আমরিতলা লিংক রোডটি প্রায় আড়াই বছর ধরে ভাঙ্গা ও বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে সংস্কার করা হলো। কারা নির্যাতিত নেতা এবং মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।
​দলীয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেন হাফিজুর রহমান। রাস্তাটি সংস্কার হওয়ায় এই অঞ্চলের শত শত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।
​পাঁচবার জেল খাটা নেতার জনসেবা:
স্থানীয় জনগণের কাছে ক্লিন ইমেজধারী নেতা হিসেবে পরিচিত হাফিজুর রহমান স্বৈরাচারী সরকারের আমলে পাঁচবার কারাবরণ করেছেন। তার বিরুদ্ধে মোট বারটি মিথ্যা মামলা রয়েছে বলে জানা যায়। এত প্রতিকূলতার মধ্যেও তিনি জনকল্যাণমূলক কাজ থেকে বিরত থাকেননি।
​রাস্তাটি সংস্কারের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ, মাদারগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান, অটোচালক দলের আহবায়ক মোহাম্মদ জিয়া, মাদারগঞ্জ পৌর রিকশা, ভ্যান, অটোচালক দলের আহবায়ক মোহাম্মদ নুরুল্লাহ, যুবদল নেতা এরশাদ, স্বেচ্ছাসেবক দলের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন, যুবনেতা শহিদুল সহ আরও অনেকে।

لم يتم العثور على تعليقات


News Card Generator